প্রচারণার প্রথমদিন বিরিয়ানি-খিচুড়ি খাওয়ানোর কারণে ৩৫ হাজার জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের দুই প্রার্থীর কর্মীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনি প্রচারণার প্রথমদিন সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর হাইস্কুল মাঠে এই দুই কর্মীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। 

এর মধ্যে এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেম খানের কর্মীকে ১৫ হাজার ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা বিরিয়ানি ও খিচুড়ি রান্না করে ভোটারদের খাইয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম বলেন, ‘ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের পক্ষে ভোটারদের বিরিয়ানি খাওয়ানো হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর ১০ (চ) বিধি লঙ্ঘন। সে কারণে ১৮ (১) বিধি মোতাবেক প্রার্থীর কর্মী জসীম উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে বিরিয়ানিগুলো জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাকশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হকের বাড়িতে এই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম খানের পক্ষে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানো হয়। এজন্য প্রার্থীর কর্মী শাহাদাত হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে খিচুড়ি জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।’

সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।’