একই হলফনামায় এমপির স্বর্ণের ভরি ১৮ হাজার, স্ত্রীর ৯৫৫ টাকা

এমপির স্বর্ণের ভরি ১৮ হাজার টাকা। একই হলফনামায় স্ত্রীর স্বর্ণের ভরি ৯৫৫ টাকা। ঘটনাটি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেশের এই খ্যাতনামা চিকিৎসক। হলফনামায় তিনি উল্লেখ করেন, বিয়েতে উপহার হিসেবে ২২ ভরি স্বর্ণ পেয়েছেন তার স্ত্রী জয়শ্রী রায় জয়া। ওই স্বর্ণের দাম ধরা হয়েছে ২১ হাজার টাকা। সে হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে ৯৫৫ টাকা।

একই হলফনামায় অস্থাবর সম্পত্তি হিসেবে নিজের ২৫ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করেন প্রাণ গোপাল। দাম উল্লেখ করেন, চার লাখ ৫২ হাজার টাকা। সে হিসেবে তার নিজের মালিকানায় থাকা স্বর্ণের ভরির দাম পড়েছে ১৮ হাজার ৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলারি সমিতি কুমিল্লা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান জানান, বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯ হাজার ৬৭৫ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চার হাজার টাকায় বিক্রি হচ্ছে।

২০২১ সালের ২০ সেপ্টেম্বর উপনির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. প্রাণ গোপাল দত্ত। এবারও তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।