চট্টগ্রাম নগরীতে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে নগরীর খুলশী থানার জিইসি মোড়ের কে স্কয়ারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের আগের দিন আতঙ্ক ছড়াতে গাড়িতে এই আগুন দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় লোকজন। এ ঘটনার পর সড়কে যান চলাচল কমে গেছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত বলেন, ‘সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কারা দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে পটিয়া থেকে যাত্রী নিয়ে এসেছিল বলে জানতে পেরেছি।’
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সামছুল আলম বলেন, ‘একটি মিনিবাসে আগুন দেওয়া হয়েছিল। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’