আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ নামের আবাসিক হোটেলের ২০৮ নং কক্ষে ওই নেতার লাশ পাওয়া যায়।

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকায় আবুল বশরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই কক্ষে লাশ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেছে।

ওসি আরও জানান, তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিআইডি পুলিশের ক্রাইম সিনের টিম এসেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।