ছেলের মারধরে বাবা নিহত

ফেনীর ছাগলনাইয়ায় ছেলের মারধরে রুহুল আমীন (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ছেলে বোরহান উদ্দিনকে (৩৮) আটক করেছে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজি পাড়ায় বোরহানের সঙ্গে তার ছেলের বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রুহুল আমিন তার ছেলে বোরহানকে দা দিয়ে কোপানোর চেষ্টা করেন। ছেলে বোরহান তা প্রতিহত করার চেষ্টা করে বাবাকে মারধরে করলে তিনি মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।    

ছাগলনাইয়ার থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, ঘটনার পর ছেলে বোরহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাবার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।