বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঘরে ঢুকে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ছোট ভাই হলেন মো. ইসহাক মিয়া (৫৩) এবং অভিযুক্ত বড় ভাই ইব্রাহিম খলিল (৫৬)। তারা ইছাপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী আশরাফের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছোট ভাই ইসহাকের সঙ্গে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল ইব্রাহিমের। এর জেরে শুক্রবার সকালে ইসহাকের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন ইব্রাহিম ও তার ছেলেরা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে চলাচলের রাস্তা খুলে দেয় পুলিশ। শনিবার সকালে আবারও ইব্রাহিম ও তার ছেলেরা ইসহাকের ওপর হামলা চালান। এ সময় ঘরে ঢুকে ইসহাককে পিটিয়ে আহত করেন ইব্রাহিম। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিলাল হোসেন বলেন, ‘ইসহাক মিয়ার দুই ছেলে। তারা প্রবাসে থাকে। পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ইব্রাহিম ও ইসহাকের। শুক্রবার ইসহাকের বাড়ির রাস্তা বন্ধ করে দেন ইব্রাহিম। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়েছে। কিন্তু কোনও সমাধান হয়নি। শনিবার সকালে ছোট ভাই ইসহাককে পিটিয়ে হত্যা করেছেন বড় ভাই ইব্রাহিম।’

বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, ‘লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ইব্রাহিমকে আটক করা হয়েছে।’