‘অন্যের জমি দখল করলে জেল-জরিমানার আইন সেপ্টেম্বরে সংসদে পাঠানো সম্ভব’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আগামী সেপ্টেম্বর নাগাদ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া আইন প্রণয়নের জন্য সংসদে পাঠানো সম্ভব হবে। অন্যের জমি দখল করলে এ আইনে জেল ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।’

রবিবার (৬ আগস্ট) চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে ডিজিটাল ভূমি জরিপের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিডিএস-এর (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) সূতিকাগার হচ্ছে চট্টগ্রাম। দেশে বিডিএস-এর যাত্রা শুরু হলো আমার শহর চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে। ইডিএমএলএস প্রকল্পের মাধ্যমে বিডিএস কার্যক্রম শেষ হবে। এতে করে দেশের সব ভূমি বিডিএস জরিপের আওতায় আসবে। প্রায় ১৩০ বছর পর হতে যাচ্ছে ডিজিটাল সার্ভে।’ তিনি সবাইকে ভূমি মন্ত্রণালয়ের অর্পিত দায়িত্ব পালন করার জন্য সব কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভের মূল উদ্দেশ্য অল্প সময়ে সমগ্র বাংলাদেশে ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) তথা ভূ-সম্পদ জরিপ শেষ করা। পরে মাঠে গিয়ে সার্ভের প্রয়োজনীয়তা কমিয়ে নিয়ে আসা।’

গত বছরের ৩ আগস্ট পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়ন বিডিএস পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। পাইলটের সাফল্যের ওপর ভিত্তি করে আজ চট্টগ্রাম থেকে পূর্ণাঙ্গ বিডিএস কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, ‘বর্তমানে ভূমি সেবা অনলাইনে হওয়ায় মানুষের সন্তুষ্টি দেখা যায়। সব কাজ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে হওয়ায় ভূমি সেক্টর বেগবান হয়েছে। দুর্নীতির মাত্রা কমেছে।’