মাকে গালিগালাজের প্রতিবাদ করায় ভাইয়ের হাতে ভাই খুন

কুমিল্লার নাঙ্গলকোটে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহতের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩২)। তিনি কিনারা গ্রামের বশির আহমেদের ছেলে। অভিযুক্ত ভাইয়ের নাম রঞ্জন আলী (৩৫)। তিনি বশির আহমেদের তৃতীয় ছেলে।

ইউনিয়নের সাবেক সদস্য জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পরিবারে ঝগড়া লাগে। এ সময় ছোট ভাই দেলোয়ারের গলায় আঘাত করে রঞ্জন আলী। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত ঘটনার পর থেকে পালিয়ে আছেন।

মা মালেকা বানু বলেন, রঞ্জন আলীর সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। তখন সে আমার সামনে ছুরি নাচাচ্ছিল। অনেক গালিগালাজ করছিল। দেলোয়ার এসে তাকে বাধা দেয়। তখন সে হাতের ছুরিটা তার গলায় ঢুকিয়ে দেয়। অভিযুক্ত ছেলের ফাঁসি দাবি করেন তিনি। 

নাঙ্গলকোট থানার ওসি ফারুক আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, কলহের সময় রঞ্জন আলী তার মাকে গালিগালাজ করছিল। এ সময় দেলোয়ার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।