ইসলামী আন্দোলনের নেতা বললেন, ‘আমরা কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায়’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (১২ জুন) বিকালে শহরের কান্দিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

সেখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়ামুলসহ নেতাকর্মীরা।

গাজী নিয়ামুল দাবি করেন, ‘আওয়ামী লীগ সরকার আগে সব নির্বাচনে রাতের বেলা ভোট করে নির্বাচিত হয়েছে। আমরা মনে করেছিলাম, শেষ সময়ে তারা ভালো পরিচয় দেবে। কিন্তু তারা আমাদের মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর সন্ত্রাসী হামলা করেছে। এটা মানুষের কাজ হতে পারে না। আমরা অপেক্ষায় আছি কেন্দ্রীয় সিদ্ধান্তের। যেকোনও সিদ্ধান্ত এলে তা যেকোনও মূল্যে বাস্তবায়ন করা হবে।’

জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘শায়খে চরমোনাই সাহেব বলেছিলেন এই নির্বাচন পরীক্ষামূলক হচ্ছে। যদি এখানে নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে সেটি বরিশালে সীমাবদ্ধ থাকবে না। সারা দেশে ছড়িয়ে পড়বে। আজকে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। সে জন্য তারা জনগণের রায় মেনে না নিয়ে পেশি শক্তি দিয়ে প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নির্বাচনের ফলাফল নিয়ে ছিনিমিনি খেলা হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আগামী ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।’

সভায় ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।