একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

কুমিল্লার হোমনায় একই রশিতে মা এবং ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

মরদেহ দুটি ওই এলাকার বাবু মিয়ার স্ত্রী সাজিদা আক্তার (২০) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহর।

হোমনা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই রশি থেকে মরদেহ দুটি উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘নিহত গৃহবধূর স্বামী বাবু ও তার মা রফিজা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বাবু জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে তার আগে ঝগড়া হয়েছিল। এখন সব ঠিক ছিল। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।’