নিজ ঘরে পড়ে ছিল প্রবাসী যুবকের লাশ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাজ্জাদ হোসেন (২৪) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকায় এই ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন ওই এলাকার মাসুদ রানার ছেলে। তিনি কাতারে থাকতেন। 

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘরে ঢুকে কাতার প্রবাসী সাজ্জাদ হোসেনকে কে বা কারা গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যোগ্যাছোলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ‌‘ঘটনাটি রহস্যজনক। বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রীযাপন করতেন। এক ভাই দোকানে মোবাইল ফোনে রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছে।’

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।