নবীনগর উপজেলার আতিকুর রহমান সুমন নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
নিহতের দুই ভাই মদন এইচ ও সজিবুর রহমান। তারা জানান, নবীনগরের বাঘাউড়ায় গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। তিনি ওই গ্রামের একটি বাড়িতে বেশ কয়েকবছর ধরে ভাড়া থাকছেন। সোমবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে নামাজের জন্যে ঘর থেকে বের হলে কে বা কারা তার ওপর গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, সেহরি খেয়ে নামাজের জন্য বের হলে দুর্বৃত্তরা গুলি করে সুমনকে হত্যা করে। আমরা হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টাও চলছে বলে জানান ওসি।