রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মংসিং শৈ মারমা (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।  শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার নতুন পাড়ায় এ ঘটনা ঘটে।

মংসিং শৈ মারমা রোয়াংছ‌ড়ি সদর ইউ‌নি‌য়নের ১ নম্বর ওয়া‌র্ডের নতুন পাড়ার নিসামং মারমার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বা‌ড়ির পা‌শের পুকুরে গোসল করতে যান মংসিং শৈ। এ সময় পাহাড়ি সন্ত্রাসীরা তা‌কে লক্ষ্য ক‌রে গু‌লি ছোড়ে। এ‌তে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর সন্ত্রাসীরা পা‌লি‌য়ে গে‌ছে। 

রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবদুল মান্নান জানান, ক‌তিপয় দুর্বৃত্তরা এক যুবককে গু‌লি ক‌রে হত্যা ক‌রে‌ছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে জানা যাবে।