কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বই জাতির পিতার পররাষ্ট্রনীতি। এই নীতিকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু তারই একটি উদাহরণ। বাংলাদেশের উন্নয়ন সমগ্র বিশ্বকে আজ তাক লাগিয়ে দিয়েছে। আমাদের এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
এরআগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশনসহ বন্দরের সব ধরনের কার্যক্রম শেষ হবে।