সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত

সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাতে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।

ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী সুমন দে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ফজলে করিম চৌধুরী চট্টগ্রামের রাউজান থেকে পরপর চার বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

সুমন দে বলেন, ‘গত কয়েক দিন ধরে ফজলে করিম জ্বর ও সর্দিতে ভুগছিলেন। সোমবার সকালে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে আসা রিপোর্টে জানা গেছে তিনি করোনা পজিটিভ।’

তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সুমন দে বলেন, ‘সর্দি কাশি ছাড়া আর কোনও সমস্যা নেই। তিনি বর্তমানে নগরীর পাথরঘাটা এলাকার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।’