ইউএনও’র নম্বর ক্লোন করে টাকা দাবি

মোবাইল সিম ক্লোন



কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসানের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে ল্যাপটপ বরাদ্দের নামে অর্থ দাবি করছে প্রতারক চক্র। বিষয়টি অবগত হওয়ার পর শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবিদ্বার উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে সতর্কতামূলক স্ট্যাটাস দেওয়া হয়। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

জানা গেছে, দেবিদ্বারের ইউএনও রাকিব হাসানের সরকারি নম্বর (০১৭৩৩-৩৫৪৯৪৪) ক্লোন করে একটি প্রতারক চক্র শনিবার ভোর থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধানদের ল্যাপটপ বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা দাবি করে বিকাশে পাঠাতে বলে। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ জানান, ইউএনও পরিচয়ে দিয়ে ল্যাপটপ বরাদ্দের কথা বলে ধামতি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিনের কাছে ৯ হাজার টাকা এবং ইউসুফপুর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আবু কাউছার সরকারের কাছে ৫ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে প্রেরণের জন্য বলে প্রতারক চক্র। বিষয়টি তাকে জানানো হলে তিনি ইউএনওকে জানান। 
ইউএনও জানান, সংঘবদ্ধ এ চক্রটি তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নম্বর ক্লোন করে এ ধরনের প্রতারণা করছে। সরকারি নম্বর ক্লোনের ঘটনায় দুপুরে উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে সতর্কতামূলক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় জিডি করা হয়েছে।