গ্রাহকের টাকা আত্মসাৎ: ইস্টার্ন ব্যাংকের আরও ৩ কর্মকর্তা গ্রেফতার

জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ১২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ইস্টার্ন ব্যাংকের এক কর্মকর্তাসহ তিন জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। বুধবার (২৭ অক্টোবর) বিকালে তাদেরকে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার করে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি টিম। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন জন হলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার কোতোয়ালি থানার ঝাউতলা এলাকার মৃত সফিউল ইসলাম চৌধুরীর ছেলে সামিউল সাহেদ চৌধুরী, খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (৩২) ও ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার আবদুল মালেকের ছেলে আবদুল মাবুদ।

লুৎফুল কবির চন্দন বাংলা ট্রিবিউনকে বলেন, ইস্টার্ন ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এক আসামিকে জিজ্ঞাসাদে এই তিন জনের নাম উঠে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ তিন জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, এরআগে মিথ্যা তথ্য ও নথি দিয়ে ব্যাংক গ্রাহকের ১২ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৪৩৩ টাকা আত্মসাতের অপরাধে গত ২ অক্টোবর ইস্টার্ন ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের হয়। এরমধ্যে, একটি মামলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবিরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।