শাহ আমানতে বিমান চলাচল শুরু

বিমান

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আশঙ্কায় ১৪ ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট অপারেশন পুনরায় চালু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল সাতটায় বিমান চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-জামান।

এর আগে শনিবার (০৯ নভেম্বর) বিকাল চারটা থেকে ফ্লাইট অপারেশন বন্ধ রাখে এয়ার পোর্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী, শনিবার বিকাল চারটা থেকে আজ রবিবার (১০নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা।

সারওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রামের জন্য ৯ নম্বর বিপদ সংকেত জারির পরপর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিই। ঘূর্ণিঝড়টি সুন্দরবন এলাকায় আঘাত হানার পর বর্তমানে আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তাই পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। সকাল সাতটায় একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।’