কক্সবাজারের মহেশখালীতে এক জেলের জালে ৮১টি সামুদ্রিক পোয়া মাছ ধরা পড়েছে। ১৭-২৫ কেজি ওজনের এসব মাছ বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়।
বুধবার (৬ নভেম্বর) সকালে কুতুবদিয়া চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জেলে জামাল উদ্দিনের জালে। জামাল উদ্দিন মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের শাইরারডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মহেশখালী দ্বীপে এত বড় সাইজের পোয়া এর আগে কখনও ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে ভিড় করেন ফিশারি ঘাটে।
জেলে জামাল উদ্দিন জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতুবদিয়া চ্যানেলে জাল বসান তিনি। বুধবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরও কয়েকজনের সহায়তায় জাল ওঠানো হলে ৮১টি পোয়া পাওয়া যায়।