ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক আহাম্মদ নূর জানান, শহরের চারটি পয়েন্ট থেকে প্রায় দুই হাজার ব্যাটারিচালিত রিকশা থেকে উচ্চ শব্দ ক্ষমতা সম্পন্ন হর্ন অপসারণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরে ট্রাফিক পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন জেলা নাগরিক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন ব্যাপারী। তিনি জানান, শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় ব্যবহৃত উচ্চ শব্দ ক্ষমতা সম্পন্ন হর্নের কারণে চরম অস্বস্থি বিরাজ করছিল।