রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভারাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই শ্লোগানে রবিবার (১০ মার্চ) সকালে পৌরসভা ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙামাটি এখন দুর্যোগ প্রবণ এলাকায় রূপ নিয়েছে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত হয়, তাতে সেকোনও সময় পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। গত দুই বছরে প্রায় ১৩০ জনের প্রাণহানি ঘটেছে পাহাড় ধসে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক এ এক এম মামুনুর রশিদ বলেন, ‘এখন সবাইকে আরও সর্তক হতে হবে, যেন অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে কোনও প্রাণহানির ঘটনা না ঘটে। এর প্রস্তুতি হিসেবে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে সবাইকে আরও সচেতন করতে হবে।’

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফি কমালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুফি উল্লাহ এবং সরকারি ও বে-সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।