কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী। রবিবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম খিলা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যাত্রীর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের রিয়াদ হোসেন (১৮) এবং সাইকচাইল গ্রামের সিরাজুল ইসলাম (৬৫)।
কুমিল্লার লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী কাভার্ডভ্যান একটি সিএনজি চালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়। অটোরিকশা চালকসহ আহত তিন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।