র্যাব-৭ সিপিসি-২ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বাকখালী ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালু রাখা হয়।
এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামার সংকেত দেন। তাৎক্ষণিক গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে দুই মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র্যাব তাদের ধরে ফেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তারা শেষ পর্যন্ত গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদকের কথা স্বীকার করে। ফলে উদ্ধার করা সম্ভব হয় ১৩ হাজার ৭৬৭ পিস ইয়াবা। তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।