মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক জানিয়েছেন, রাজু তার ৫০ বছর বয়সী খালাতো বোনকে হুমকি দেয়, ৩ লক্ষ টাকা না দিলে নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেবে। পুলিশকে ভুক্তভোগী নারী জানিয়েছেন, এক মাস আগে চিকিৎসা করাতে ভারতে গিয়েছিলেন তিনি। তখন তার সঙ্গে গিয়েছিল রাজু। সেখানকার হোটেলে ঘুমন্ত অবস্থায় থাকাকালে রাজু গোপনে ছবিগুলো তোলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেছেন, মঙ্গলবার রাতে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।