ব্রাহ্মণবাড়িয়া শহর এবং তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়ে যানবাহনে ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। শনিবার সকাল ১০টার দিকে বিজিবি সদস্যরা শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে ডগস্কোয়ার্ডের মাধ্যমে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত বিজিবি কর্মকর্তারা জানান, রাত পোহালেই ভোট। এই ভোটকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে অবৈধ অস্ত্র, বিস্ফোরক,জালটাকা ও মাদক যেনো কোনও অপরাধী বহন করতে না পারে এজন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজিবি'র পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের ৩টি স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। তারা বিভিন্ন সময় অবস্থা বুঝে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে মহাসড়কে সিমিত আকারে ছোট খাট যানবাহন চলাচল করছে তবে দূর পাল্লার কোনও যানবাহন কোথাও চলাচল করতে দেখা যায়নি।