পটুয়াখালীর ধানখালীতে সদ্য চালু হওয়া ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিকে এ কমিটির প্রধান করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যুৎকেন্দ্রের ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি টিম, বিদ্যুৎকেন্দ্রের দুটি টিম, নৌবাহিনীর একটি টিম ও সেনাবাহিনীর প্রচেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় মূল প্ল্যান্টের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডে মূল্যবান কোনও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি না হলেও পরিত্যক্ত বেশকিছু স্ক্র্যাপসহ লোহা-লক্কড় পুড়ে গেছে।’