এসএসসিতে প্রক্সি দিতে এসে নারী আটক, ছয় শিক্ষককে অব্যাহতি

ভোলার লালমোহন উপজেলায় দাখিল (এসএসসি) পরীক্ষায় প্রক্সি দিতে এসে কেন্দ্র থেকে আটক হয়েছেন  আকলিমা বেগম (২৭) নামের এক নারী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে তাকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. শাহে আলম। আটক আকলিমা বেগম লালমোহন সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মো. সিরাজ পাটোয়ারীর স্ত্রী। একই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে প্রবেশের দায়ে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে পাঁচ জন এক বছরের জন্য ও এক জন তিন বছরের জন্য যেকোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

এ ছাড়া লালমোহনের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, ‘প্রক্সি দিতে এসে যিনি আটক হয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করায় ছয় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ জন এ বছরের অন্য কোনও পরীক্ষার কেন্দ্রে কোনও ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না। আরেক শিক্ষক আগামী ৩ বছরের জন্য কোনও পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। আমরা নকলমুক্ত পরিবেশে একটি সুন্দর পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’