ব্যক্তিগত বিরোধে যুবদল-শ্রমিক দলের সংঘর্ষ, অফিস ভাঙচুর

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল ও শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে।

তবে এঘটনায় ৪ জনকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন আব্দুর রহমান, বেলাল, রাকিব ও জসিম।

হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির জানান, ৮ শতাংশ জমি নিয়ে সিরাজ নামের জনৈক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলমান। কিন্তু শ্রমিক দলের সাবেক সভাপতি শাহীন অবৈধ অর্থের বিনিময়ে তার সমর্থিতদের নিয়ে সিরাজের পক্ষে কাজ করছেন। বৃহস্পতিবার রাত ৮টায় শাহীনের নেতৃত্বে সুমন, সোহেল, জামাল দফাদারসহ ৩০-৩৫ জন হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করে নেতাকর্মীদের উপর অতর্কিত হামলায় চালায়। হামলায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন তিনি।

হামলার অভিযোগ অস্বীকার করে শাহীন বলেন, ‘মনিরের সঙ্গে আমার কোনও বিরোধ নাই। তিনি আলম গ্রুপে করে আর আমি নয়ন গ্রুপে রাজনীতি করি। মনির অতিরঞ্জিত করে এ কারণে স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছে। মনির নিজেই তার অফিস ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে।’

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।