গ্রিন লাইনের এসি বাসে আগুন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ও সানুহার বাসস্ট্যান্ডের মধ্যবর্তী স্থান অতিক্রমকালে চলন্ত বাসে আকস্মিক আগুন ধরে যায়। এ ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের এসি বাসটি ঘটনাস্থল অতিক্রমকালে এসি থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক চালক বাস থামালে যাত্রীরা সড়কে নেমে যান।’

তিনি আরও জানান, এরপর গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ ও উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটি পুলিশের জিম্মায় রাখা হয়েছে। পালিয়েছে বাসের সঙ্গে সংশ্লিষ্টরা। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।