বরিশাল মেডিক্যালের শিক্ষার্থীদের চতুর্থ দিনের শাটডাউনে চলছে, প্রজ্ঞাপনে আগুন

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষক সংকট নিরসনে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানে পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে শিক্ষক হিসেবে ছয় জন লেকচারার দেওয়া হলেও আন্দোলনরতদের অভিজ্ঞ শিক্ষক চান। এ কারণে তারা ওই প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করেন।

শিক্ষক সংকট নিরসনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিক্ষোভ মিছিল করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় উভয় প্রান্তে দীর্ঘ যানবাহনের লাইন পড়ে যায়। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন।

শিক্ষার্থী নাইম ও সাদিয়া ‍আফরিন হারিসা জানান, কলেজে মোট ৩৩৪ শিক্ষকের পদের বিপরীতে ১৬১টি পদে শিক্ষক রয়েছে। বাকি ১৭৩টি পদ শূন্য। যার ফলে তাদের শিক্ষা দানে ব্যাপক বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তারা।

এর মধ্যে স্বাস্থ্য অধিদফতর ছয় জন চিকিৎসককে এই কলেজে বদলি করেন। অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে শিক্ষার্থীরা জানান, এই বদলি শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন। এ কারণে তারা প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।