ছাত্রলীগ নেতার মাথা কেটে নেওয়ার হুমকি শ্রমিক দল নেতার, অডিও ভাইরাল

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার মাথা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুমন খান। সম্প্রতি ফোনে হুমকি দেওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, হুমকি পাওয়া ওই ছাত্রলীগ নেতার নাম এনামুল হক টুকু। তিনি নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। এনামুল হক বলেন, ‘আমি শ্রমিক দল নেতা সুমনের মোবাইল ফোনে কল দিয়ে বলি, সুমন ভাই আপনি কেন আমাকে খুঁজছেন? জবাবে তিনি বলেন, তোর কল্লা (মাথা) কেটে নেবো। তোর ভাইয়ের পা কেটে নেবো। বিএনপি নেতাদের নির্দেশ।’ গত সোমবার এ অডিও রেকর্ড ভাইরাল হয়।

ভাইরাল হওয়া অডিও রেকর্ডের বিষয়ে শ্রমিক দল নেতা সুমন খান বলেন, ‘আমি দলের কামলা। দল থেকে আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বলেছি।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান বলেন, ‘শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় শ্রমিক দল নেতা সুমন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’