‘শেখ হাসিনার পরিবারের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘লাগামহীন দ্রব্যমূল্য, সীমাহীন দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা, গুমের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ তাদের পরিবারের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (১৫ জানুয়ারি) ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল ও চরজহিরউদ্দিন সফরকালে চরের খেটে জনসভায় তিনি এ কথা বলেন। 

মেজর হাফিজ বলেন, ‘আওয়ামী লীগ সারা দেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমনকি ভোলার তজুমদ্দিনে নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা মানুষগুলোকে চরে একটানা ১৫ বছর শোষণ করেছে। চরের এই উদ্বাস্তু মানুষের ভাগ্যটুকুও তারা পরিবর্তন করতে পারেনি। নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামী লীগ।’

জনসভায় তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় আরও বক্তৃতা করেন- যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার, সাহাদাত হোসেন পাটোয়ারী, চাচড়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সোনাপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি হালিম জাহাঙ্গীর প্রমুখ।