বরিশালে অভিযান চালিয়ে ইলিশের দাম ‘ঠিক পেয়েছে’ ভোক্তা অধিকার

ভারতে রফতানির বিষয়টি প্রচার হওয়ার পর বরিশালের বাজারে ইলিশের দাম বৃদ্ধি পাওয়ার খবরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ইলিশের মোকাম হিসেবে পরিচিত পোর্টরোড পাইকারি মৎস্য আড়তে অভিযানটি চালানো হয়। সেখানে দামের অসঙ্গতি না থাকায় কাউকে জরিমানা করা হয়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়। তবে আগে থেকেই ইলিশের বেশি। এ কারণে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নাগালের বাইরে রয়েছে দাম। এরপর রফতানির খবরে আবারও দাম বৃদ্ধি পেয়েছে কি না তা দেখতে অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে দেখা গেছে, পূর্বের দামেই ইলিশ বিক্রি হচ্ছে। এ কারণে কাউকে কোনও জরিমানা করা হয়নি।

তবে অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সর্তক করা হয়। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সে জন্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়। কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আজ বাজারে এক কেজি ওজনের ইলিশ প্রতি মম ৬৮ হাজার, ১২০০ গ্রামের মণ ৭২ হাজার, এলসির মণ ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।