‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ৩ কার্যদিবসে প্রতিবেদন

বরগুনার আমতলীতে ইউনিক স্পেশালাইজড হসপিটাল নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল।

কমিটির সভাপতি হলেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, বরগুনা জেনারেল হাসপাতালের অজ্ঞানবিদ ডা. মো. আবু ছালেহ ও অর্থপেডিক্স সার্জন ডা. ইকবাল হোসেন ও বরগুনা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মেহেদি হাসান।

প্রসঙ্গত, গত শুক্রবার (৫ জুলাই) রাতে আমতলী এ কে স্কুলসংলগ্ন ইউনিক স্পেশালাইজড হসপিটাল নামের একটি ক্লিনিকে হারনিয়ার অস্ত্রোপচারে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মফেজ মুছল্লীর ছেলে মো. আলাউদ্দিন মুছল্লী (৬৫) মারা যান। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার (৮ জুলাই) বিকালে বরগুনা জেলা সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল এ তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির সভাপতি আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, ‘তদন্ত কমিটির প্রধান হিসেবে চিঠি পেয়েছি। যথাসময়ে এবং সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

জেলা সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’