‘সাধারণ মানুষকে সেবাবঞ্চিত করা যাবে না’

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন বলেছেন, সাধারণ মানুষকে সেবাবঞ্চিত করা যাবে না। বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
 
নূরে আলম সিদ্দিকী শাহীন বলেন, ‘নাজিরপুর উপজেলা পরিষদের বাইরে ও ভেতরে যারা আছেন, তাদের প্রত্যেককে নিয়ে আগামী দিনের পথ চলতে চাই। উপজেলা পরিষদকে একটি পরিবার বানাতে চাই। যে পরিবারের প্রত্যেকে সমান অধিকারের সদস্য। আপনাদের অধিকারের জায়গা সীমাবদ্ধ নয়। এই উপজেলার মানুষ অসহায়। যোগাযোগব্যবস্থা অনুন্নত। আমি তাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘থানা, ভূমি অফিস, হাসপাতাল, সাবরেজিস্ট্রি অফিসসহ বিশেষ কিছু জায়গা আছে,  যেখানে সাধারণ মানুষের যাতায়াত বেশি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সাধারণ মানুষ যেন সেবাবঞ্চিত না হয়। কোনোভাবেই তাদের সেবাবঞ্চিত করবেন না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, ভূমি কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রকৌশলী জাকির হোসেন ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান প্রমুখ।