ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি

ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনও মামলা হয়নি। স্বজনদের পক্ষ থেকে কোনও অভিযোগ পাননি বলে জানিয়েছেন সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার। 

রবিবার (২৩ জুলাই ) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হতাহতের স্বজনরা অভিযোগ দায়ের করবেন বলে অপেক্ষায় আছি। আর যদি কেউ অভিযোগ না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

এদিকে শনিবার সন্ধ্যার মধ্যে নিহত ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মেহেদী হাসান সানি। বর্তমানে ৩০ জন আহত চিকিৎসাধীন আছেন। 

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, কারও গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যায়কারীদের ছাড় দেওয়া হবে না। 

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।