বিপুল ভোটে নবনির্বাচিত বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, ‘নগরবাসীকে যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়ন করা হবে। এখন থেকে আমার কাজই হবে নগরবাসীকে শান্তিতে রাখা। কারণ দীর্ঘ সময় নগরবাসীর সঙ্গে মিশে এটুকু বুঝেছি উন্নয়নের চেয়েও শান্তি তাদের বেশি পছন্দ। আমি উভয়টা নগরবাসীকে দেবো। তারা যেমন শান্তিতে থাকবে, একই সঙ্গে সব ওয়ার্ডবাসীদের সঙ্গে নিয়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করবো।’
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘যে আশা নিয়ে প্রধানমন্ত্রী আমাকে মেয়র প্রার্থী করেছেন সেই আশার বাস্তবায়ন করেছেন নগরীর ভোটাররা। এ জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি রাতদিন প্রচার-প্রচারণা চালিয়ে বিজয়ী করতে কাজ করা নেতাকর্মীদের প্রতি।’
সোমবার (১২ জুন) রাতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর নৌকার প্রধান নির্বাচনি কার্যালয়ে এসে এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। অল্প কথায় বিজয়ের প্রতিক্রিয়া জানিয়ে নেতাকর্মী ও সমর্থকদের কোনও ধরনের উল্লাস না করার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এতদিন আপনারা আমার জন্য যে কষ্ট করেছেন তার ফল ফলেছে। এখন আপনারা বাসায় গিয়ে বিশ্রাম করবেন।’
এর আগে বিজয়ী সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- নির্বাচনে মূল ভূমিকায় থাকা দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ সকাল ৮টায় বরিশাল সিটির ১২৬ কেন্দ্রে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ফল ঘোষণা। রাতে ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।