সিলেট ও রাজশাহীতে নির্বাচন না করার ঘোষণা ইসলামী আন্দোলনের

বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যানের পর আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় দলের বরিশাল সিটি মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীম বলেন, ‘বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করছি আমরা। সেইসঙ্গে ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জন করছি। এ ছাড়া বরিশালে ভোট চলাকালে প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছি আমরা।’

তিনি বলেন, ‘রিটার্নিং অফিসারের কাছে গিয়ে অনেক সেন্টারের অভিযোগ দিলাম। সাজানো নির্বাচন। কোনও সমাধান না পেয়ে আমরা দলগতভাবে নির্বাচন থেকে সরে এসেছি। একইসঙ্গে আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।’