স্বামীর অত্যাচারে স্ত্রীর আত্মহত্যা

কলাপাড়া থানা, পটুয়াখালী পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর অত্যাচার সইতে না পেরে তিন সন্তানের জননী রুবি আক্তার (২৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুবি একই এলাকার চুঙ্গাপাশা গ্রামের আবদুল হাই সিকদারের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দশ দিন আগে পাওনাদারের টাকা দেওয়াকে কেন্দ্র করে রুবি আক্তারকে মারধর করে তার স্বামী জসিম গাজী। রুবি স্বামীর অত্যাচার সইতে না পেরে বাবার বাড়ি চলে যায়। পরে গত মঙ্গলবার স্থানীয় মকবুল দফাদার সালিশ বৈঠক ডেকে তাদের মীমাংসা করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শনিবার রাতে রুবি বিষপানে আত্মহত্যা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।