বুধবার (১৮ নভেম্বর) ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ ঘোষণা দেন। সভায় আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন না হলে এদেশের এতো উন্নয়ন সম্ভব হতো না।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, খান এনামুল করিম পান্না প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম।