পটুয়াখালীতে শ্রমিকলীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা

পটুয়াখালীপটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম হাতর কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ডান হাত ও পা কুপিয়ে জখম করে তারা। 

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কলাপড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ের পূর্ব রজপাড়া এলাকার হাওলাদার বাড়ির সামনে এ সন্ত্রাসী হামলার শিকার হন জুয়েল।   

স্থানীয়রা জানান, সন্ধ্যায় জুয়েল কলাপাড়া বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় হাওলাদার বাড়ির সামনে পৌঁছলে বেশ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে বাম হাত কর্তন করে এবং ডান হাতের রগ কেটে ফেলে রাখে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্হায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

আহত জুয়েল প্যাদা কলাপড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মো. ফারুক প্যাদার ছেলে এবং উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি। 

জুয়েল প্যাদার স্বজনরা জানায়, জুয়েল সবাইকে চিনতে পেরেছে। কয়েকজনের নামও বলেছে।  তারা হলো-উপজেলার টিয়াখালী ইউনিয়ানের রজপাড়া গ্রামের (১) বশির চৌকিদার ও (২) শিপন চৌকিদার, পিতা. মফেজ চৌকিদার (৩) সোহেল হাওলাদার, পিতা মোতালেব হাওলাদার, (৪) তুহিন প্যাদা, পিতা অজ্ঞাত প্রমুখ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।