জানা গেছে, আগৈলঝাড়ায় অসহায়দের গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়নে সভাপতি হিসেবে আছেন উপজেলা নির্বাহী অফিসার। অসহায়দের ঘর নির্মাণে ঠিকাদারের দায়িত্বে আছেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চাঁন।
অনন্ত বাড়ৈ জানান, গত মঙ্গলবার থেকে তার ঘর নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নির্মাণাধীন ঘরের পশ্চিম ও দক্ষিণ পাশের দেয়াল বৃহস্পতিবার ধসে পড়ে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায়কে জানালে তিনি কাজের গুণগত মান নিয়ে কথা বলায় ঠিকাদার চাঁন তকে গালমন্দ করেন।
এ ব্যাপারে ঠিকাদার চাঁন বলেন, ‘কাজের মান ঠিক আছে। বৃষ্টির কারণে পানি জমে দেয়াল ভেঙে পড়েছে।’
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘ঘর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিনে বিষয়টি দেখে রিপোর্ট দেওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই পর্যন্ত ঠিকাদারের কাজ বন্ধ থাকবে।’
ওই ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। ওই টাকায় দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করবে ঠিকাদার। এরপর যার নামে বরাদ্দ রয়েছে তাকে ঘর হস্তান্তর করবেন ইউএনও। ওই ঠিকাদার উপজেলায় আরও ১৮টি ঘর উত্তোলনেরও দায়িত্ব পেয়েছেন।