ডিঙি নৌকায় করে ভাসমান পেয়ারা হাট ঘুরে উচ্ছ্বসিত মার্কিন রাষ্ট্রদূত

ডিঙি নৌকায় উঠছেন মার্কিন রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)

ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টায় জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ভিমরুলি গ্রামে পৌঁছান রবার্ট মিলার। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

ডিঙি নৌকায় ভাসমান পেয়ারা হাট ঘুরছেন মার্কিন রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)

স্থানীয়রা জানান, ডিঙি নৌকায় চড়ে ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেন আর্ল রবার্ট মিলার। এসময় তিনি সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে কথাও বলেন।

পেয়ারা হাটে নৌ-ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এসময় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এমন সুন্দর এক জায়গায় আসতে পেরে অনেক ভাল লেগেছে। মনোরম পরিবেশ। পেয়ারা ও অন্য সবজির বাগান দেখে অভিভূত হয়েছি।

ডিঙি নৌকায় মার্কিন রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)