ট্রেনের ফেসবুক পেজের মাধ্যমে আহত যাত্রী পেলেন তাৎক্ষণিক সেবা

ঢাকা-নোয়াখালী পথে চলাচল করা আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে আহত হন এক বৃদ্ধ যাত্রী। পরে ওই ট্রেনের ফেসবুক পেজের তৎপরতার তিনি তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসাসেবা পান।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনটি নরসিংদী পার হওয়ার সময় সিটের পাশের জানালা খুলতে গিয়ে হাতে জখম হয়ে হাতের একাংশ কেটে যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক প্রবীণ ব্যক্তির। এ সময় রনি ভূঁইয়া নামে এক যাত্রী বিষয়টি উপকূল এক্সপ্রেস ট্রেনকে ঘিরে গড়ে ওঠা ফেসবুক পেজে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। মহিউদ্দিন রাফি নামে ট্রেনের এক স্টুয়ার্ড সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।

উপকূল পেজের অ্যাডমিন মহিন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এই পেজের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত সেবাসহ যাত্রীদের নানাভাবে সহযোগিতা করা হয়। উপকূল এক্সপ্রেসে কর্মরতরা ও সাধারণ যাত্রীরা এ কাজে সহায়তা করেন।