চট্টগ্রামের লোহাগাড়ায় ১৬ জনকে একটি বিদ্যালয়ের কক্ষে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ছাড়া বিদ্যালয়টির পাশে অবস্থিত তিনটি বসতঘর থেকে চারটি গরু ডাকাতি করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি বাকের আলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মো. রাশেদ নামে এক ভুক্তভোগী বলেন, ‘মঙ্গলবার রাতে পাশের গ্রাম তালুকদার পাড়ায় কবিগানের আসর বসেছিল। সেখান থেকে বাকর আলী পাড়া সড়ক দিয়ে ফিরছিলাম। তখন আমরা ডাকাতদের সামনে পড়ি। কোনও কিছু বুঝে ওঠার আগেই ১০ থেকে ১৫ জনের ডাকাত দল আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে। আমাদের হাত-পা-চোখ মুখ বেঁধে মারধর শুরু করে। এরপরই মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে আমাদের দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসের চেয়ারের সঙ্গে বেঁধে রাখে।
‘পরে ডাকাত সদস্যরা ওই স্কুলের পাশে থাকা উপজেলার সদর ইউনিয়নের বাকর আলীপাড়া গ্রামের আবদুস শুক্কুর, নওশা মিয়া ও রিজু আক্তারের বসতবাড়িতে ডাকাতি করে। ডাকাত দল তাদের কাছ থেকে চারটি গরু, নগদ টাকা, মোবাইল এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।’
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির বলেন, ‘১০ থেকে ১৫ জনের ডাকাত দল তিনটি ঘরে ডাকাতি করেছে। তারা তিন বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারের পাশাপাশি গোয়ালঘর থেকে চারটি গরু লুট করে নিয়ে গেছে। এ ছাড়াও পাশের গ্রাম থেকে কবিগান দেখে আসা ১৬ জনকে জিম্মি করে স্কুলের অফিস কক্ষে বেঁধে রাখে। তাদের কাছে মোবাইলসহ যা ছিল সব নিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন সকালে তাদের উদ্ধার করে।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’