ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের (কাচারী জামে মসজিদ) ছয় তলা ভবনের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব এ সময় স্মৃতিচারণ করে বলেন, ‘এই বড় মসজিদের কাজ যখন প্রথম শুরু হয়, আমি তখন হাইস্কুলের ছাত্র। তখন স্কুল থেকে গিয়ে আমরা এই নির্মাণ কাজে অংশ নিই। সে সময় মির্জা রুহুল আমীন সাহেব , মির্জা সাদেকুল ইসলাম সাহেব, মাওলানা তমিজ উদ্দিন সাহেবসহ এ শহরের বিশিষ্টজনরা এই মসজিদ নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন। সে কারণেই আসলে আমি এই কাজের উদ্বোধনের উপযুক্ত ব্যক্তি নই।’
তিনি নির্মাণকাজে যুক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা যে উদ্যোগ নিয়ে মসজিদটির পুনর্নির্মাণে হাত দিয়েছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে সেই কাজটা সম্পন্ন করি।’
উদ্বোধনে উপস্থিত ছিলেন– ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আহ্বায়ক ডা.আবু মো.খায়রুল কবির, মসজিদ নির্মাণ কমিটি-কার্যনির্বাহী কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।
প্রায় ৩৪ কোটি ব্যয়ে ছয়তলা বিশিষ্ট এই মসজিদটির নির্মাণকাজ যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মসজিদ নির্মাণ কমিটি।