বগুড়ায় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশার চালকরা সোমবার দুপুরে থানার সামনে রিকশা রেখে প্রায় ৪০ মিনিট বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করেন। তারা পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ সময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

পরে নন্দীগ্রাম থানা ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ অটো চালককে সাথে কথা বললে তারা চলে যান।

সিএনজি অটোরিকশাচালকরা অভিযোগ করেন, হাইওয়ে থানা পুলিশ তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা দিয়েছে। কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মামলা দিয়ে হয়রানি করে থাকে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন তারা।

অটোরিকশাচালক মাসুদ রানা জানান, তার সিএনজি অটোরিকশা আটকানোর পর ২০০ টাকা দিয়ে ছাড়া পেয়েছেন। তিনি দাবি করেন, সিএনজি অটোরিকশা চালিয়ে সারাদিন যা আয় হয় তার অর্ধেক পুলিশকে দিতে হয়। এভাবে চাঁদাবাজি হলে তারা কীভাবে চলবেন?

তবে সিএনজি অটোরিকশা আটকে চালকদের কাছে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান। ছুটিতে থাকা ওই কর্মকর্তা বলেন, ‘মহাসড়কে অবৈধভাবে সিএনজি অটোরিকশা চলাচল বেড়েই চলেছে। মাঝে মাঝে দুর্ঘটনায় প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে। নিষেধ করলেও তারা মহাসড়কে রিকশা চলাচল বন্ধ করেন না। এ কারণে একটি সিএনজি অটোরিকশা ধরে মামলা দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা চালককে থানার সামনে অটোরিকশা রেখে কথা বলতে এসেছিলেন। তারা মহাসড়ক অবরোধ করেননি।’