‘কুয়েটের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও পরিচালক (ছাত্র কল্যাণ) কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, ‘ছাত্রদের সঙ্গে আলোচনা চলছে। আমরা তাদের নিয়ে বসেছি। তারা তাদের সমস্যার জায়গাগুলো আমাদের জানাবে। তাদের সব সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে ছাত্র ও শিক্ষকদের মধ্যে আলোচনা চলছে। ছাত্ররা আমাদের সন্তানের মতো। তারা কোনও অন্যায় বা ভুল করতে পারে। এমনকি আমরাও ভুলের ঊর্ধ্বে নই।

‘শিক্ষক হিসেবে আমাদের অগ্রাধিকার সব সময় শিক্ষার্থী। তাদের নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটি ছাত্রের যাতে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি বদ্ধপরিকর। আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই, ছাত্রদের কোনও বিষয়ে কোনও সমস্যা হলে তার সমাধান করা আমার অন্যতম ও প্রধান দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই বহিষ্কার কিন্তু চূড়ান্ত বহিষ্কার নয়। এখানে ছাত্রশৃঙ্খলা কমিটি বসবে। যেসব ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। নিরপরাধ কেউ যেন কোনও প্রকার শাস্তির মুখোমুখি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিচালক (ছাত্র কল্যাণ) ও শিক্ষকরা।

আরও খবর: উপাচার্যের অপসারণে কুয়েট শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, এরপর আমরণ অনশন