বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৫৪তম শাহাদত বার্ষিকীতে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় কামারখালি ইউনিয়নের রউফনগর গ্রামে এই বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে এই কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ নিজের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে দেশমাতৃকার টানে বীরত্বের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদের এই শহীদ বীর সেনানির মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। তবেই আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।’
সভায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, কলেজশিক্ষক কলিমউল্লাহ প্রমুখ।
আলোচনা সভার শেষে এই বীর শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।