ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গুলি, অস্ত্রসহ একজন গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় একটি কার্টন তৈরির কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের দ্বন্দ্বের জেরে গুলি ছোড়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি অবৈধ বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন।

রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

গ্রেফতার ব্যক্তির নাম জিয়া দেওয়ান (৪০)। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে। শনিবার বিকালে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির বলেন, ‘গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো এলাকার এস এ এস কার্টন কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জিয়া ও মামুন গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে জিয়া দেওয়ান একটি অবৈধ পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর আশুলিয়া থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার বিকালে গাজীপুর জেলার পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়াকে গ্রেফতার করা হয়।

‘গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ানবাড়ি পারিবারিক কবরস্থানের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

গ্রেফতারের পর রবিবার সাত দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।